ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও-এসিল্যান্ড


২৫ এপ্রিল ২০২১ ১৮:২৫

ছবি-নতুনসময়

রূপগঞ্জে সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে ইউএনও-এসিল্যান্ড নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাতের আঁধারে সেহরি নিয়ে ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা প্রশাসন।

শনিবার রাত ২টার দিকে উপজেলার গাউছিয়া, বরপা, রূপসী, তারাবো বিশ্বরোড এলাকার হত-দরিদ্র, রিক্সা চালক সিকিউরিটি গার্ড ও রাস্তার আনাচে কানাচে শুয়ে থাকা ছিন্নমূল মানুষের মাঝে এ সেহরির প্যাকেট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খাঁন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মুস্তাইন বিল্লার নির্দেশনায় রমজান মাসে প্রতিটা উপজেলার ছিন্নমূল মানুষের মাঝে সেহরী বিতরণ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। তাই রূপগঞ্জেও আমরা মাঠে নেমেছি। এমন কাজে যুক্ত থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। তবে রমজান মাসে আমাদের এ সেহরী বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।