ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


রাজধানীতে ব্রাইটের মাস্ক বিতরণ


২ এপ্রিল ২০২১ ২৩:২৪

প্রতিকি

করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতার তৈরির লক্ষ্যে রাজধানীতে মাস্ক বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন ব্রাইট। শুক্রবার দুপুরে রাজধানীর গুরুপূর্ণ পয়েন্টে সংগঠনটির সেচ্ছাসেবীরা সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করেন।

ব্রাইটের চেয়ারম্যান তানভির আহমেদ সুমনের নেতৃত্বে রাজধানীর নীলক্ষেত, ফার্মগেট, গুলিস্তান, সদরঘাট, শন্তিনগর ও সায়েদাবাদ বাস টার্মনালে সাতটি সেচ্ছাসেবী টিম মাস্ক বিতরণ করেন। এসব টিমের নেতৃত্ব দেন সহ-সভাপতি মোশাররফ হোসেন, সহ -সাধারণ সম্পাদক ফায়জুল আলম সজিব, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মনির হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মোক্তার হোসেন, ফজলে রাব্বি ও প্রচার সম্পাদক ইমরানুল হক সনি।

এ বিষয়ে ব্রাইটের প্রধান নির্বাহী কর্মকতা মাহামুদুল করিম খান বলেন, করোনা মোকাবিলায় সাধারণ মানুষের মধ্যে সচেতেনতা বাড়াতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি। সামাজিক দুরুত্ব বজায় রেখে চলা ফেরা করতে হবে। বাড়ির বাইরে গেলে মাস্ক পড়তে হবে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। এরই অংশ হিসেবে ব্রাইটের সেচ্ছাসেবীরা রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েণ্টে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি সচেতনতামূল পরামর্শ দিচ্ছে।