২১শে ফ্রেব্রুয়ারি উপলক্ষে ব্লাড ক্যাম্পিং ও হুইল চেয়ার বিতরণ

ছবি-নতুনসময়
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১শে ফ্রেব্রুয়ারি ময়মনসিংহের নান্দাইল হাসপাতাল মোড়ে, নান্দাইল মানবিক ব্লাড ডোনেট সোসাইটির উদ্যোগে ব্লাড ক্যাম্পিং হুইল চেয়ার বিতরণ করা হয়। এর পূর্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, নান্দাইল মানবিক ব্লাড ডোনেট সোসাইটির উপদেষ্টাবৃন্দ এবং ব্লাড ডোনেট সোসাইটির সদস্যবৃন্দ।
নান্দাইল মানবিক ব্লাড সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন শহিদুল্লাহ শহিদ, আফতাব উদ্দিন খান তুহিন, মোঃ সানাউল্লাহ রিপন, মনিরুজ্জামান বাচ্চু, কামরুজ্জামান খোকন, মাহাবুব আলম রিপন,শেখ সোহাগ, এস কে রুবেল, মিজানুর রহমান বাবুল, সাইফুল ইসলাম এমদাদ, সোহেল রানা, আনোয়ার হোসেন ছামী, নাঈম আহমেদ, শাওন হাসান, শাহিন খান প্রমুখ।