রাজধানীর উত্তরায় বসবাসরত বিদেশী নাগরিককে খাদ্য সামগ্রী বিতরণ

প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের প্রকোপে বিপর্যস্ত মানবতা। অধিকাংশ মানুষই করোনার কারণে অসহায় হয়ে পড়েছে। কর্ম বন্ধ হওয়ায় সাধারণ মানুষের অভাবও বেড়ে গেছে। অভাবের তাড়নায় চিন্তিত অস্থির মানুষ,স্বাভাবিক কাজ তথা জীবন-যাপনে গতি হারিয়ে ফেলেছে।
এই করোনা প্রাদুর্ভাবের কারণে বিদেশী নাগরিক আটকা পড়ে আছেন এমন বিদেশী নাগরিকের সংখ্যাও কম নয় এদিকে করোনাভাইরাস অন্যদিকে বন্ধ হয়ে পড়ায় আন্তর্জাতিক বিমানের ওঠানামা কিছু বিদেশী নাগরিকও অসহায়ত্ব জীবন যাপন করছেন ।
বুধবার রাজধানীর উত্তরায় ১লা জুলাই ২০২০ বিদেশী নাগরিক (নাইজেরিয়ান ফুটবল প্লেয়ার) উত্তরার ৪ নম্বর সেক্টরে বসবাসরত ফুটবলার কর্মহীন হয়ে পড়ায় ৮জন বিদেশী নাগরিককে পুরো এক মাসের খাদ্য সামগ্রী উপহার তুলে দিলেন উত্তরা ৪ নাম্বার সেক্টর সচেতন নাগরিক ফোরামের আহবায়ক ও উত্তরা ৪ নাম্বার সেক্টর কল্যাণ সমিতির সেক্রেটারি জনাব কামাল হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন ৪ নাম্বার সেক্টর সচেতন নাগরিক ফোরামের সদস্য বৃন্দ।
জন প্রতি খাদ্য সামগ্রী উপহারের মধ্যে ছিল যেমন চাউল- ৫০ কেজি ডাল- ৫ কেজি , সয়াবিন-৫ কেজি, আলু- ৫ কেজি, পেয়াজ-৫ কেজি ,সুজি-৩ কেজি, টমেটো সস-১ কেজি প্যাকেট,ডিম-৩৬টি ও মুরগী-৫ কেজি। পুরো মাসের খাদ্য সামগ্রী পেয়ে বিদেশি নাগরিকগণ কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উত্তরা ৪ নাম্বার সেক্টর সচেতন নাগরিক ফোরামের আহবায়ক কামাল হোসেন বলেন যার মাঝে মানবতাবোধ আছে সে অবশ্যই অসহায় দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়াবে। তার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসবে সহযোগিতা করবে আর এটাইতো মানবতার সেবা, আসুন আমরা মানবতার পাশে দাঁড়াই।