ঢাকা শনিবার, ৫ই এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


দরিদ্রদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দিল মোহনপুর উপজেলা ছাত্রলীগ


১৫ মে ২০২০ ০৫:৪২

ছবি-নতুনসময়

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভা এলাকায় মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি ও রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে সাঁকোয়া, বাকশৈল, কেশর, হরিদাগাছি, শিহালয়, গোপইল গ্রামের ৩০টি হত দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, লবন , তেল ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোহনপুর উপজেলা ছাত্রলীগ আজ সন্ধ্যায় বাড়ি বাড়ি গিয়ে এ সমস্ত খাদ্য সামগ্রী পৌঁছে দেয়।

খাদ্য সামগ্রী গুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আব্দুর রাজ্জাককে সহযোগিতা করে কেশরহাট পৌরসভা ছাত্রলীগের সভাপতি মোঃ মমিনুল ইসলাম জীবন, পৌর সৈনিক লীগের সভাপতি আব্দুল হালিম, পৌর ছাত্রলীগের প্রচার সম্পাদক সবুজ, দপ্তর সম্পাদক মিনু, কাউসার প্রমুখ।