অসহায় কৃষকের ধান কেটে দিল মোহনপুর উপজেলা ছাত্রলীগ

রাজশাহীর মোহনপুরে অসহায় কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল ৭ টার দিকে কেশরহাট এলাকার কালিতলা বিলে মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাকসহ ৬-৭জন ছাত্রলীগ কর্মীকে সাথে নিয়ে এক অসহায় কৃষকের প্রায় ২ বিঘা পাকা ধান কেটে দিয়েছেন তারা।
সরেজমিনে গিয়ে জানা যায়, করোনা পরিস্থিতির কারণে উপজেলায় শ্রমিক সংকট ও আর্থিক সমস্যার কারণে কেশরহাট রায়ঘাটি ইউনিয়নের চক আলম দক্ষিণপাড়া গ্রামের অসহায় কৃষক আজাহার আলীর প্রায় দুই বিঘা জমির ধান কাটতে পারছিলেন না। বিষয়টি জানার পর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক কর্মীদের সাথে আলোচনা করে ওই কৃষকের ধান কাটার সিদ্ধান্ত নেন। পরে মঙ্গলবার সকাল ৭ টার দিকে তারা ওই কৃষকের পাকা ধান কেটে দেন।
সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা এমন উদ্যোগ নিয়েছি। তাছাড়া করোনা ভাইরাসের কারণে এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন।ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না।সেজন্য মানবিক দিক বিবেচনা করে আমাদের নেতাকর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছেন।
ধান কাটায় ছাত্রলীগের প্রায় ৬-৭ জন কর্মী অংশ নেয়। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো মোহনপুর উপজেলা ছাত্রলীগের নেতা মোঃ রানা হোসেন, কেশরহাট পৌরসভা ছাত্রলীগ সভাপতি: মোঃ মমিনুল ইসলাম জীবন, রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি: মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ নাহিদ ইসলাম, তুহিন, অারমান ইসলাম সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দু। করোনার কারণে আমাদের এলাকার কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এ কাজ করা হচ্ছে। কোনো কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে বলে জানান তিনি।