ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


শ্রীবরদীতে ছাত্রলীগের সহযোগীতায় ধান ঘরে তুললো কৃষক


২৫ এপ্রিল ২০২০ ০৪:১৫

সংগৃহিত

‌শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার এক কৃষকের বো‌রো ধান কেটে ‌মাড়াই করে ঘরে তুলে দিল উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।

শুক্রবার (২৪ এ‌প্রিল) উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের কৃষক মোঃ ইসরাফিল মিয়ার প্রায় ৫০ শতাংশ জ‌মির কাটে তারা।

পরে ধান বোঝাই করে বাড়িতে নিয়ে মাড়াই করে দেয় তারা।

কৃষক ইসরাফিল মিয়া বলেন,”লোকের অভাবে আমি ধান কাটতে পারতাছিলাম না,পরে ছাত্রলীগের পোলাপান খোঁজ নিয়ে আমার ৫০ শতাংশ জমির ধান কাইটে দিলো।আল্লাহ ছাত্রলীগের পোলাপনগর মঙ্গল করুক।”

আনন্দমোহন কলেজর নজরুল হল ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক এহসানুল কবির বলেন, আমাদের সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শে আমরা যার যার অবস্থান থেকে করোনার মহামারী ঠেকাতে চলমান লকডাউনের মধ্যে শ্রমিক সংকটে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছি। এরই অংশ হিসেবে আমার এক কৃষকের ধান কেটে মাড়াই করে দিয়েছি।

তিনি বলেন,আমরা স্থানীয় উপজেলা ছাত্রলীগ নেতা নাজমুস সাকিব সতীল ও তাঁতিহাটি ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদ হাসান মিলুর মাধ্যমে তথ্য পেয়ে ধান কাটতে যাই। পুরো বোর মৌসুম আমরা আমাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।

করোনা মহাসারীর শুরু থেকে লিফলেট বিতরণ, হ্যান্ড-স্যানিটাইজার তৈরি করে বিতরণ এবং খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।

কর্মসূচিতে মান্নান, কাকিলাকুড়া ইউনিয়ন ছাত্রলীগেরর সাধারন সম্পাদক আব্দুল মান্নান, গরজরিপা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, স্বপন, শাকিল,শান্ত,সুরমিন, জিয়াউর, বাবু, সাহিনুরসহ ২০ জন নেতা-কর্মী অংশ নেয়।