ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


কেশরহাটের টুসি ক্যাবল নেটওয়ার্কের উদ্দ্যোগে শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ


২৩ এপ্রিল ২০২০ ০১:১৭

সংগৃহিত

রাজশাহীর কেশরহাট পৌরসভার কেশরহাট টুসি ক্যাবল নেটওয়ার্কের পক্ষ হতে আজ ১০১ টি পরিবারের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়েছে। এ সমস্ত খাদ্য সামগ্রীর মধ্যে চাল-৫ কেজি, আলু-২ কেজি, আটা-১.৫ কেজি এবং লবণ-১ কেজি।

কেশরহাট টুসি ক্যাবল নেটওয়ার্কের পরিচালক মোঃ এরশাদ হোসেন সুমন বলেন, করোনা ভাইরাসজনিত কারণে হোম কোয়ারেন্টাইনে থাকা খেটে খাওয়া দরিদ্র মানুষদের মাঝে বাড়ি বাড়ি গিয়ে সামান্য খাদ্যসামগ্রী হাতে তুলে দিতে পেরে খুব ভালো লাগছে। আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই- করোনাভাইরাসকে অবহেলা না করে ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন। অতি প্রয়োজনে যদি বাইরে যান, বাইরে থেকে এসে সাবান দিয়ে হাত, পা, চোখ-মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।

তিনি আরও বলেন, আল্লাহতালার কাছে একটাই প্রার্থনা আমার-হে আল্লাহ! তুমি আমাদের বাংলাদেশকে যত তাড়াতাড়ি সম্ভব করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করুন।