ঢাকা শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫, ২২শে চৈত্র ১৪৩১


করোনা টেষ্ট ল্যাবের জন্য ভবন দিলো বেষ্টওয়ে গ্রুপ


১৯ এপ্রিল ২০২০ ০৫:০৬

প্রতিকি

করোনা টেষ্ট ল্যাবের জন্য নিজস্ব ভবন দিয়েছে দেশের অন্যতম শিল্প গ্রুপ বেষ্টওয়ে। সম্প্রতি রাজধানীর পূর্বাচলে অবস্থিত বেষ্টওয়ে সিটির ভবনটিকে করোনা টেষ্ট সেন্টার হিসেবে ব্যবহারের জন্য পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নিকট হস্তান্তর করেন গ্রুপের চেয়ারম্যান মো.মিজানুর রহমান । রাজধানী ও রাজধানীর অদূরে নারায়নগঞ্জ এলাকার মানুষ এখানে করোনা টেষ্ট করাতে পারবেন।

ভয়াবহ মরণব্যাধি করোনায় যখন পুরোদেশ বিপর্যস্ত সেই সময় সরকারের ডাকে এগিয়ে আসছেন দেশের বিভিন্ন শিল্পগ্রুপ ও বিশিষ্ট ব্যক্তিগণ। এমন মুহুর্তে করোনা টেষ্ট ল্যাব প্রতিষ্ঠার জন্য বেষ্টওয়ে গ্রুপের মানবিক এ কাজকে অনেকেই ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।

সূত্রমতে, রাজধানীর কুড়িল থেকে মাত্র ১৫ মিনিটের দুরত্বে ৩০০ ফিট সড়ক দিয়ে কাঞ্চন ব্রিজ টোল প্লাজা অতিক্রম করলে বেস্টওয়ের বিশাল প্রকল্প। আর এখানেই ইগড়ে উঠছে স্টেট ইউনিভার্সিটে অব বাংলাদেশ নিজস্ব ক্যাম্পাস, নির্মিত হচ্ছে ল্যাবএইড হসপিটাল, গড়ে উঠেছে একাধিক কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান। গড়ে উঠেছে বেষ্টওয়ের নির্মিত লা রিভেরিয়া রিসোর্ট, বেস্টওয়ে ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বেস্টওয়ে ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট- বার্ড। গড়ে উঠেছে কমিউনিটি ট্যরিজম বেজড পূর্বাচল কান্ট্রি ক্লাব।

আমেরিকান সেরা টাউন প্লানার কোম্পানীর মাধ্যমে তৈরি হচ্ছে মানুষের জন্য প্রকৃতির সাথে বাস করার মতো একটি মানবিক শহর , যেখানে মানুষের প্রয়োজনগুলোকে সামনে রাখা হয়েছে। পাশেই প্রায় ৩ টি রিসোর্ট, সরকারি বালিকা আশ্রয় কেন্দ্র। সেখানে বেস্টওয়ে গ্রুপের প্রধান ভবনটি সরকারকে সাময়িকভাবে ব্যবহার করতে হস্তান্তর করলো বেস্টওয়ে গ্রুপ।

বেস্টওয়ে গ্রুপের চেয়ারম্যান মো.মিজানুর রহমান বলেন, আমাদের সীমিত সাধ্যের মধ্যে সরকারের সাথে কাজ করার চেষ্টা করছি। আপনাদের সকলের ভালোবাসার প্রকল্প পূর্বাচল বেস্টওয়ে সিটি ( পিবিসি) মানবিক দায়দ্ধতা থেকে পূর্বাচলের প্রথম বেসরকারি আবাসিক প্রকল্পের ভবনটি এখন মানুষের কাজে ব্যবহার হচ্ছে।দেশ ও জাতির স্বার্থে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সূযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা আমাদের অবস্থান থেকে “জীবনের প্রয়োজনে” এগিয়ে এসেছি।

তিনি বলেন, বেষ্টওয়ে গ্রুপ এবং এর সকল অঙ্গ প্রতিষ্ঠান “জীবনের প্রয়োজনে”মানব সেবার তরে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ পদক্ষেপ নিতে সদা প্রস্তুত। আমরা একটি মানবিক শহর তৈরিতে কাজ করছি। জীবন যেখানে বিপন্ন সেখানে জীবন কে সুরক্ষিত করার দায়িত্ব নিতে হবে আমাদেরই।

তিনি আরও বলেন স্ব-স্ব অবস্থান থেকে আমরাই পারি “জীবনের প্রয়োজনে” মানবিকতার হাত বাড়িয়ে দিতে। মানব জাতির উত্থানের সাথে ত্যাগ, বিসর্জন এবং পরোপকারিতা ওতপ্রোতভাবে জড়িত।

প্রসঙ্গত ঢাকা বিশ্ববিদ্যালয় এমবিএ অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি বেস্টওয়ে চেয়ারম্যান মিজানুর রহমান। তিনি উত্তরবঙ্গ জনকল্যাণ সমিতিতে নেতৃত্ব দিয়েছেন। সামাজিক কাজে যুক্ত আছেন রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠনের সাথে।