ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ ১৪৩১


করোনা সচেতনতায় মাস্ক-লিফলেট বিতরন নেত্রকোণা ছাত্রলীগের


২৫ মার্চ ২০২০ ০৮:৩২

ছবি-নতুনসময়

করোনা ভাইরাস রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে নেত্রকোণা জেলা ছাত্রলীগ।

মঙ্গলবার জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শুভ চৌধুরির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়েছে বলে জানান শুভ চৌধুরি।

সরেজমিনে দেখা যায়, শহরের সাতপাই-কালিবাড়ি এলাকা থেকে শুরু করে তেরিবাজার,ছোটবাজর, শহীদমিনার,মুক্তারপাড়া হয়ে ফৌজদারি ব্রিজ মোড় এলাকায় নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরন করেন তারা। সেই সাথে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকান ও পথচারিদের মধ্যে লিফলেট বিতরন করেন।

জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারন সম্পাদক শুভ চৌধুরি বলেন, প্রাথমিক ভাবে আমরা নিম্ন আয়ের মানুষের মাঝে বিনা মূল্যে ১ হাজার মাস্ক বিতরন করি।সেই সাথে সচেনতা বৃদ্ধির লক্ষ্যে করোনা ভাইরাস মোকারিলায় করণীয় দিকগুলো তোলে ধরে ২ হাজার লিফলেট বিতরন করেছি। নিয়মিত এ কর্মসূচি চালিয়ে যাব।

সামাজিক নিরাপত্তার স্বার্থে একক ভাবে এ কর্মসূচি পালন করা হয় বলে তিনি জানান।