গরিব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঢাকা নর্থ ক্লাবের উদ্যোগে গরিব দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন।
শনিবার (৮ফেব্রুয়ারি ) সকালে রাজধানীর দক্ষিণখান চালাবন হাজীপাড়া এলাকায় গরিব দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা নর্থ লেডিস ক্লাবের সভাপতি আরফিনা বিলাল এ সময় আরো উপস্থিত ছিলেন সম্পাদিকা ফেরদৌসী , সোনিয়া আহমেদ, আরা সুফি, আনু দাশ, মানসুরা মিনু,ইসমত আরা খনদকার, রুকসানা কানিজ।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ এনবিআর এর অতিরিক্ত সচিব খান মোহাম্মদ বিলাল, সমাজ সেবক বকুল হাজী, শরীফ আহমেদ , হামিম আহমেদ তুহিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।