ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


মেডিকেল টেকনোলজিস্টদের সরকারী নিয়োগের দাবীতে মানববন্ধন


১১ মে ২০১৯ ২২:৩৯

নতুনসময় ছবি

মেডিকেল টেকনোলজিস্টদের সরকারী চাকুরীতে নিয়োগ সহ ৫ দফা দাবীতে মানববন্ধন পালন করেন বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন।

আজ শনিবার (১১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে মোঃ শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে বেকার এন্ড প্রাইভেট সার্ভিসেস মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন এই মানববন্ধন পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, মেডিকেল টেকনোলজিস্টদের সরকারী চাকুরীতে নিয়োগ প্রদান ও নতুন পদ সৃষ্টি করা, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আন্তঃমন্ত্রণালয় কমিটির প্রতিবেদনের আলোকে ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন করা, স্বাস্থ্য বিভাগীয় নন-মেডিকেল কর্মচারী নিয়োগ ২০১৮ সংশোধন ও মেডিকেল টেকনোলজিস্টদের দশম গ্রেডে উন্নতিকরণ, ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং মেডিকেল টেকনোলজি কোর্স পূর্বের ন্যায় ৪ বছরে বহাল করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা।

এছড়াও বক্তব্য রাখেন, মোঃ সিরাজুল ইসলাম, শেখ সাদী, শাকিল উদ্দিন, আব্দুল জলিল প্রমুখ।

নতুনসময়/আল-এম,