ঢাকা রবিবার, ১৩ই এপ্রিল ২০২৫, ৩০শে চৈত্র ১৪৩১


করোনায় মৃত্যু ১, আক্রান্ত ৪৩৫


১৪ সেপ্টেম্বর ২০২২ ০৬:২৯

দেশে করোনা মহামারীতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছে আরো ৪৩৫ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩০ জন।

আজ মঙ্গলবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চার হাজার ১২২টি নমুন পরীক্ষা করা হয়। এর মধ্যে নতুন শনাক্ত হয় ৪৩৫ জন। মোট শনাক্তের হার ১০.৫৫ শতাংশ। এ সময় মারা গেছে একজন। মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৫ জন।

এর আগে গতকাল সোমবার করোনায় কারো মৃত্যু হয়নি। আক্রান্ত হয়েছিল ৪৩৫ জন।