রূপগঞ্জে করোনায় তিন নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তিন নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
করোনায় মৃতরা হলেন, উপজেলার আতলাশপুর এলাকার দেলোয়ার হোসেনের স্ত্রী জোসনা বেগম (৫০), বরপা এলাকার বোরহান মোল্লার স্ত্রী খালেদা বেগম (৪৫) ও মিলি (৩৫) নামে আরেক নারী তার পূর্ণ পরিচয় পাওয়া যায়নি।
এ পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার ৯৯৫ জন। সর্বশেষ ৫৬ জনের নমুনা পরীক্ষায় ৩৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা গেছে, গত ২৮ মার্চ তিনজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তারা বাড়িতে চিকিৎসা গ্রহণ করতে থাকে। পরে তাদের শারিরিক অবস্থার অবনতি ঘটলে তাদের রাজধানীর কুর্মিটলা হাসপাতালে ভর্তি করা হলে। তারা সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ছিল।
গত সোমবার রাতে তারা তিনজনই চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে গত মঙ্গলবার বিকেলে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করলে তাদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করা হয়।