ঢাকা বৃহঃস্পতিবার, ২৮শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


প্রবাসী জামাইয়ের সংস্পর্শে এসে আইসোলেশনে শ্বশুর


২১ মার্চ ২০২০ ০৩:৫৫

জয়পুরহাট জেলায় আইসোলেশনে রাখা হয়েছে এক ব্যক্তিকে (৬০)। তিনি প্রবাসী জামাইয়ের সংস্পর্শে সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

শুক্রবার সকালে আক্কেলপুর উপজেলায় জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান। পরে তাকে আইসোলেশনে ওয়ার্ডে রাখা হয়।

জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথায় অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন নওগাঁর বদলগাছির ওই ব্যক্তি। তিনি প্রবাসী না হলেও তার প্রবাসী জামাই গত ২০-২২ দিন আগে ওমান থেকে নিজ বাড়িতে আসেন। তিনি জামাইয়ের সংস্পর্শে সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

এ বিষয়ে গণমাধ্যমকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাধেশ্যাম আগরওয়ালা বলেন, আইসোলেশনে রাখা ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসের প্রাথমিক লক্ষণগুলো দেখা যাচ্ছে। তিনি করোনা সংক্রমিত হতে পারেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। এ কারণে তাকে পর্যবেক্ষণের জন্য আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

নতুনসময়/আইকে