ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই এপ্রিল ২০২৪, ৬ই বৈশাখ ১৪৩১


সোহরাওয়ার্দী থেকে পালালেন সন্দেহভাজন করোনা রোগী


১৬ মার্চ ২০২০ ০৭:৫৫

সন্দেহভাজন করোনা ভাইরাস আক্রান্ত এক রোগী ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। তার বাড়ি নোয়াখালী। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মামুন মোরশেদ সময় সংবাদকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি জানান, গত ১৮ জানুয়ারি বাহরাইন থেকে দেশে ফেরেন ৪০ বছর বয়সী ওই ব্যক্তি। তখন নিউমনিয়ার লক্ষণ নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। তার জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টের সমস্যা থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ করোনা সন্দেহে আইইডিসিআরের সঙ্গে যোগাযোগ করে। তবে ১৮ জানুয়ারির দিকে বাহরাইনে কোনো করোনা রোগী ধরা না পড়ায় ওই সময় তার পরীক্ষা করেনি আইইডিসিআর।

আজ (রোববার) সকাল ৮টার দিকে গায়ে জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন তিনি। করোনার লক্ষণ থাকায় তাকে পরীক্ষা করা হবে শুনে ভয়ে স্ত্রীকে নিয়ে পালিয়ে যান ওই রোগী। দুপুর সাড়ে ১২টার দিকে আইইডিসিআরের দল স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে এলে মেডিসিন ওয়ার্ডে তাকে ও তার স্ত্রীকে খুঁজে পাওয়া যায়নি।