ইতালি ফেরত ১৪২ বাংলাদেশি হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে

দ্বিতীয় সর্বোচ্চ করোনা ভাইরাসে আক্রান্ত দেশ ইতালি থেকে দেশে ফেরা ১৪২ বাংলাদেশিকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় ইতালির ভেনেতো রিজিওন থেকে ভেনিস এয়ারপোর্ট হয়ে এমিরাতের ইকে ৫৮২ ফ্লাইটযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন এসব বাংলাদেশি।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তৌহিদ উল আহসান বলেন, ইতালি থেকে এমিরেটস এয়ারলাইন্সযোগে দেশে ফেরা ১৪২ বাংলাদেশিকে স্বাস্থ্য অধিদপ্তরের জিম্মায় দেওয়া হয়েছে।
শাহজালাল বিমানবন্দর স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডা. শাহারিয়ার সাজ্জাদ বলেন, ইতালিফেরতদের আশকোনা হজ ক্যাম্পে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
বিআর