ঢাকা শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫, ২৯শে চৈত্র ১৪৩১


করোনা আক্রান্তদের চিকিৎসা দেওয়া হবে বিআইটিআইডিতে


৯ মার্চ ২০২০ ২১:৫৪

করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলে প্রথমে চট্টগ্রামের সীতাকুণ্ডের ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে রাখা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিআইটিআইডিতে ইতোমধ্যে চালু করা হয়েছে ১০ শয্যা বিশিষ্ট ইউনিট।

গত ২৪ জানুয়ারি থেকে হাসপাতালের ডায়রিয়া ইউনিটের দুটি কক্ষে আইসোলেটেড ইউনিট খোলা হয়েছে। এই সংক্রামক ভাইরাস প্রতিরোধে রোগীর জন্য বিশেষ পোশাকও সরকার সরবরাহ করেছে হাসপাতালটিতে। চট্টগ্রাম শাহআমানত বিমানবন্দর বা সমুদ্রবন্দর দিয়ে আসা ব্যাক্তিদের কারো এ রোগের লক্ষণ প্রকাশ পেলে তাদের এই হাসপাতালে চিকিৎসা দেওয়া হবে।


হাসপাতালটিতে ১০টি অ্যাম্বুলেন্স ও পর্যাপ্ত ওষুধ মজুদ আছে। বিআইটিআইডি হাসপাতালটির সহযোগী অধ্যাপক মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী গত ২৪ জানুয়ারি থেকে হাসপাতালের ডায়রিয়া ইউনিটের দুটি কক্ষে আইসোলেটেড ইউনিট খোলা হয়েছে যাতে করে কোন করোনা ভাইরাসের রোগী আসলে তাদের চিকিৎসা সেবা দেওয়া যায়।

নতুনসময়/আইকে