ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২


ফেনীতে লাজফার্মার শুভ উদ্বোধন কাল


৩০ জানুয়ারী ২০২০ ০৯:০৮

ছবি সংগৃহীত

ফেনীতে লাজফার্মার শুভ উদ্বোধন বৃহস্পতিবার। ঔষধ সেবায় সারা দেশে প্রথম, দেশের সর্ববৃহৎ ঔষধ বিক্রয়কারী প্রতিষ্ঠান লাজ ফার্মার ৪৫ তম শাখা ফেনী শহরের এস,এস,কে সড়কের জব্বার মার্কেটে শুভ উদ্বোধন হতে যাচ্ছে।

লাজ ফার্মা লিমিটেড এর চেয়ারম্যান সৈয়দা মাহফুজা রহমান, ব্যবস্থাপনা পরিচালক লুৎফুর রহমান সহ ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিএমএ, ব্যবসায়ী সমিতি, হাসপাতাল মালিক সমিতিসহ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

লাজ ফার্মা ফেনী শাখার পরিচালক মনোয়ার হোসেন সেন্টু জানান, ফেনীর মানুষ যাতে ওষুধ সেবা সহজেই পেতে পারে সে লক্ষ্যে ২৬ শত স্কয়ার ফুট জায়গায় বৃহৎঅাকারে লাজ ফার্মার আমাদের শাখাটি প্রস্তুতকরা হয়েছে । অাশাকরি মানুষ ন্যায্যমূল্যে ওষুধ সেবা সহজেই পাবে।