ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


'ডেঙ্গু ইস্যুতে রাজনীতিবিদরা পরষ্পরকে দোষারোপ করছেন'


৬ আগস্ট ২০১৯ ১৯:১৫

ছবি সংগৃহিত

ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ও সিটি করপোরেশনের চেষ্টা সফল হচ্ছে না বলে মন্তব্য করেছেন ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি গোলাম রহমান।

সোমবার (৫ আগস্ট) রাজধানীর একটি রেস্তোরায় ডেঙ্গুর ভয়াবহতা নিয়ন্ত্রণে করণীয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আগামীতে যেন এমন দুর্ভোগ না হয় সে ব্যাপারে আগাম পদক্ষেপ নিতে হবে।

সংবাদ সম্মেলনে বলা হয়, রাজনীতিবিদরা ডেঙ্গু ইস্যুতে কার্যকর পদক্ষেপ না নিয়ে একে অপরকে দোষারোপ করছেন। এসময় নগরবাসীকে নিজেদের সুরক্ষার কথা বিবেচনায় নিয়ে বাসা, কর্মস্থল এবং চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।
বাংলাদেশ দোকান মালিক সমিতি ও ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হেলাল উদ্দিন বলেন, আগামী শুক্রবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত "আমার ফ্ল্যাট আমার বাড়ি, নিজ দায়িত্বে এডিস মারি' এই শ্লোগানে পরিচ্ছন্নতা অভিযান চালাবে তাদের সংগঠন। সেইসাথে ঢাকার বিভিন্ন এলাকায় ডেঙ্গু সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হবে।