কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু

কুমিল্লায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মোশাররফ হোসেন রাজু (৩০) এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ আগস্ট) দুপর ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় নোয়াখালীর একটি হাসপাতালে তিনি মারা যান। নিহত মোশাররফ হোসেন রাজু কুমিল্লা রেলওয়ে অফিসার্স রেস্ট হাউজের বেয়ার এর দায়িত্বে ছিলেন। তিনি নোয়াখালী সদর উপজেলার ২ নম্বর দাদপুর ইউনিয়নের নলুয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
নিহত মোশাররফের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, গত সোমবার (২৯ জুলাই) মোশাররফ কুমিল্লায় তার কর্মস্থলেই জ্বরে আক্রান্ত হয়। খবর পেয়ে বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বাবা আবুল কাশেম কুমিল্লা থেকে তাকে বাড়ি নিয়ে আসেন। এদিকে জেলার দেবিদ্বার পৌর ফতেহাবাদ ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: বিল্লাল এর আম্মা ঢাকাতে অবস্থানরত অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারী হসপিটালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় মৃত্যু হয় ।
কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান জানান নতুন সময় টিভিকে জানান , এখন পর্যন্ত সবাই আশঙ্কামুক্ত। ডেঙ্গু মুক্ত সমাজ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। এই সমস্যা সমাধানের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন পর্যন্ত যারা ডেঙ্গু আক্রান্তের খবর পেয়েছি, কেউ কুমিল্লায় আক্রান্ত হননি। বেশির ভাগই ঢাকা থেকে আক্রান্ত হয়ে কুমিল্লায় চিকিৎসাধীন আছেন। ডেঙ্গুর কোনো ভ্যাক্সিন নেই। যেহেতু ডেঙ্গু ভাইরাস চার টাইপের, তাই এই চারটি ভাইরাসের প্রতিরোধে কাজ করে, এমন ভ্যাক্সিন আবিষ্কৃত হয়নি। তাই ডেঙ্গু জ্বর প্রতিরোধের মূলমন্ত্রই হলো এডিস মশার বিস্তার রোধ এবং এই মশা যেন কামড়াতে না পারে, তার ব্যবস্থা করা। মনে রাখতে হবে, এডিস একটি ভদ্র মশা, অভিজাত এলাকায় বড় বড় সুন্দর সুন্দর দালান কোঠায় এরা বাস করে। স্বচ্ছ পরিষ্কার পানিতে এই মশা ডিম পাড়ে। ময়লা দুর্গন্ধযুক্ত ড্রেনের পানি এদের পছন্দসই নয়। তাই ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার ডিম পাড়ার উপযোগী স্থানগুলোকে পরিষ্কার রাখতে হবে এবং একই সাথে মশক নিধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই রোগ থেকে বাঁচার একমাত্র উপায় হলো ব্যক্তিগত সতর্কতা এবং এডিস মশা প্রতিরোধ।
কুমেক হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী বলেন , আমাদের এখানে যেসব ডেঙ্গু রোগী ভর্তি আছেন সকলে সঠিক সেবা পাচ্ছেন। ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার জন্য সকল ব্যবস্থা আমাদের এখানে রয়েছে।