শেরপুরে বন্যার্তদের মাঝে বিএনপির ভাইসচেয়ারম্যান পক্ষে কেন্দ্রীয় নেতাদের ত্রাণ বিতরণ
-2024-10-08-20-14-25.jpeg)
ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতের পানিতে সৃষ্ট বন্যায় শেরপুরের ঝিনাইগাতী উপজেলার অন্তত ২০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। এ অবস্থায় উপজেলা সদর, ধানশাইল, মালিঝিকান্দা ও হাতিবান্ধা ইউনিয়নের সাতটি স্থানে ১ হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী এবং ৩০০ জনের মাঝে নগদ ১ লাখ টাকা বিতরণ করেছেন শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।
আজ ৮ অক্টোবর ২০২৪ ইং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান,জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী, জনাব ইকবাল মাহমুদ টুকু, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, জনাব শরিফুল আলম, ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক,জনাব এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন,সহ-সাংগঠনিক সম্পাদক,জনাব আবু ওহাব আকন্দ,শেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি জনাব মোঃ মাহমুদুল হক রুবেল ভাই, সাধারণ সম্পাদক জনাব আলহাজ্ব হযরত আলী সাহেব ও জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি জননেতা মোঃ শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আবু রায়হান রুপন, উপজেলা বিএনস্থির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মান্না প্রমুখ। শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল বলেন, 'বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বন্যার্তদের মাঝে আমার ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু পারছি পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতে প্রাকৃতিক সব দুর্যোগে আমরা সবসময় সাধারণ মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো।