ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

বন্যায় মৌলভীবাজারে প্রাণিসম্পদের ক্ষতি ৮৪ লাখ


২৫ আগস্ট ২০২৪ ১২:০৩

ফাইল ফটো

এবারের বন্যায় এখন পর্যন্ত মৌলভীবাজারের প্রাণিসম্পদ খাতে ক্ষতি হয়েছে ৮৩ লাখ ৯৭ হাজার টাকা। তবে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হলে এই পরিমাণ আরো বাড়বে।

 

শনিবার (২৪ আগস্ট) এ তথ্য জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফুল আলম খান।

 

তিনি বলেন, মৌলভীবাজারে এবারের বন্যায় এ পর্যন্ত বন্যাকবলিত গবাদি পশুর সংখ্যা ২২ হাজার ৬৯০টি। এরমধ্যে বন্যাকবলিত হাঁস-মুরগির সংখ্যা ৬১ হাজার ১০৯টি। বন্যার কারণে এ পর্যন্ত ৫২টি হাঁস-মুরগি ও একাধিক গবাদি পশুর মৃত্যু হয়েছে।

 

মৌলভীবাজার জেলা প্রশাসন বলছে, এবারের বন্যায় এখন পর্যন্ত জেলায় ১ লাখ ৯৫ হাজার মানুষ বন্যাকবলিত অবস্থায় আছেন। এরমধ্যে বিভিন্ন জায়গায় বন্যা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে পেরেছেন মাত্র ৭ হাজার ১৪৫ জন। জেলাজুড়ে বন্যার্তদের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ৬২টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় ১৫৫০ টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। এরমধ্যে ৫১৬ টন চাল বিভিন্নভাবে বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়েছে। বন্যার্তদের মাঝে নগদ বিতরণ করা হয়েছে ২০ লাখ ৫০ হাজার টাকা।  

 

জানা যায়, মৌলভীবাজারের নদ-নদীগুলোতে আগের তুলনায় অনেকটাই কমেছে বানের পানি। পানি কমতে শুরু করেছে বন্যাকবলিত এলাকাগুলোতেও। তবে পানি কমলেও আশঙ্কা কাটেনি শতভাগ। স্মরণকালের ভয়াবহ এ বন্যায় এরই মধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক আকার ধারণ করেছে। গত তিনদিনে বন্যার কবলে পড়ে মৌলভীবাজার জেলায় প্রাণিসম্পদ খাতে ক্ষতি হয়েছে প্রায় ৮৪ লাখ টাকা।  

 

বন্যায় জেলার বিভিন্ন উপজেলায় মোট ৫৩টি গবাদি পশুর খামার ও ৩৫টি হাঁস-মুরগির খামার প্লাবিত হয়েছে। এসব জায়গায় অনেক প্রাণীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বেসরকারিভাবে অনেক জায়গা থেকে অসংখ্য গবাদি পশু ও হাঁস-মুরগি মারা যাওয়ার তথ্য পাওয়া গেছে।