ঢাকা শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৭ই বৈশাখ ১৪৩২

বুক পানিতে নেমে ফেনীর ভগবানপুরে স্বেচ্ছাসেবক দল নেতা রাজিব আহসানের ত্রাণ বিতরণ


২৫ আগস্ট ২০২৪ ১১:৫২

ফাইল ফটো

ক পানিতে নেমে ফেনীর ভগবানপুরে রাজিব আহসানের ত্রাণ বিতরণ

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসানের নেতৃত্বে ফেনী জেলা বিএনপির নেতারা জেলা শহর থেকে দূরবর্তী পানিবন্দি দুর্গম এলাকা ভগবানপুরে দুর্গত হিন্দু সম্প্রদায়ের মধ্যে খাদ্যসামগ্রী (চাল, তেল, ডাল, লবন, মসলা, পানি, বিস্কুট, চিড়া, মুড়ি, মোমবাতি, গ্যাসলাইট, ওষুধ ) বিতরণ করেছেন।

 

শনিবার দিনব্যাপী ত্রাণসামগ্রী ও রান্নাকরা খাবার বিতরণে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড আই কামাল, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার জাহান রুমী, সহ-যোগাযোগবিষয়ক সম্পাদক শাহাদাৎ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ প্রমুখ।