বুলবুলে প্রাণ গেল ৩ জনের

ঘূর্ণিঝড় ‘বুলবুলে’র প্রভাবে খুলনা ও পটুয়াখালীতে গাছচাপায় তিনজনের মৃত্যু হয়েছে।
শনিবার রাত ও রোববার সকালে তারা মারা যান।
খুলনা: ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনার দিঘলিয়ায় ও দাকোপ উপজেলায় গাছচাপায় দুজনের মৃত্যু হয়েছে।
জানা গেছে , খুলনার দাকোপ উপজেলায় গাছ চাপা পড়ে প্রমিলা মণ্ডল (৫২) নামে একজন মারা গেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াদুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া খুলনার দিঘলিয়ায় গাছ চাপা পড়ে আলমগীর হোসেন (৩৫) নামে একজন মারা গেছেন। রোববার সকালে সেনহাটি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মানষ রঞ্জন ঘোষ।
পটুয়াখালী: পটুয়াখালীতেও গাছ উপড়ে বসত ঘরে পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের নাম হামেদ ফকির (৬৫)। পেশায় তিনি মৎসজীবী ছিলেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মির্জাগঞ্জ উপজেলার মাধবখালী ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সরোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।