ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২

এবার আঘাত হানতে যাচ্ছে ভয়াবহ সাইক্লোন


১৫ সেপ্টেম্বর ২০১৯ ০৩:৪৩

চলতি মাসের শুরুতে ভয়াবহ হারিকেন ডোরিয়ানের আঘাতে বাহামায় নিহত হয়েছেন অন্তত ৫০ জন। নিখোঁজ রয়েছেন ১৩শ’র বেশি মানুষ। উদ্ধার কার্যক্রম এখনও শেষ হয়নি, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মাত্র দুই সপ্তাহ আগেই শক্তিশালী হারিকেন ডোরিয়ানের আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্র বাহামা। এখনও চলছে নিখোঁজ ব্যক্তিদের সন্ধান, বাড়ি ফিরতে পারেননি ক্ষতিগ্রস্তরা। এর মধ্যেই সেখানে আরও একটি ঝড় আঘাত হানার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর বিবিসি ও সিএনএন’র।


জানা গেছে, আটলান্টিক মহাসাগরে অবস্থানরত নিম্নচাপের (টিডি৯) কারণে ইতোমধ্যে দ্বীপটিতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে ও ঝড়ো হাওয়া বইছে। আগামী দু’দিনের মধ্যে সেটি সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।

 

নতুনসময়/আইকে