অশ্লীল ছবি নিয়ে যা বললেন পপি

নির্মাতা বুববুল বিশ্বাস নির্মাণ করতে যাচ্ছেন পপির নতুন চলচ্চিত্র ‘কাটপিস’। ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন নায়িকা পপি।
সেখানে পপিকে দেখা যাচ্ছে আবেদনময়ী ভঙ্গিতে দর্শকদের হাতছানি দিয়ে ডাকছেন। তবে ‘কাটপিস’ টিমের সকল মেম্বাররা এটাই বলছেন পপির আবেদনময়ী ভঙ্গির ডাকে দর্শক জমবে।
শূন্য দশকের পর অনেক বছর পর দেশীয় চলচ্চিত্রের অন্যতম নায়িকা পপি এবার আসছেন সেই ‘কাটপিছ’ নিয়েই! যিনি দীর্ঘ সময় প্রায় বসে ছিলেন ভালো সিনেমার অপেক্ষায়।
সম্প্রতি অনলাইনে ছবিটির প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। ।এদিকে প্রকাশিত পোস্টার নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা-সমালোচনা।
বুলবুল বলেন, ‘পোস্টার দেখে ফিল্মের সমালোচনা করাটা যায় না। শুধু বইয়ের মলাট দেখে ভেতরে কি আছে তা বোঝা যায় না।আমরা এখনো ছবিটির দৃশ্যধারণ শুরু করিনি। চিত্রনাট্য গোছানো আছে। কে কোন চরিত্রে অভিনয় করছেন তাও গোছানো আছে।
আরআইএস