ঢাকা মঙ্গলবার, ২৩শে ডিসেম্বর ২০২৫, ১০ই পৌষ ১৪৩২


বরুনের সঙ্গে খোলামেলা দৃশ্য করতে চান অনন্যা


১১ জুন ২০১৯ ০০:৫০

অনন্যা পান্ডে। করণ জোহরের প্রযোজনায় ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ দিয়ে বলিউডে অভিষেক করেছেন। প্রথম ছবি দিয়েই নিজেকে নিয়ে এসেছেন আলোচনায়। প্রশংসা পাচ্ছেন চারদিকে।

অভিনেতা চাঙ্কি পান্ডের মেয়ে হিসেবে নয় একজন সম্ভাবনাময় অভিনেত্রী হিসেবেই তিনি বলিউডের বাঘা সব তারকাদের মন জয় করে নিয়েছেন।

নিউজ পড়তে এখানে ক্লিক করুন:-পরীমনিকে বিয়ে করছেন আলমগীর!

সেই অনন্যা এখন নিয়মিতই প্রচারে আসেন। হয়ে উঠেন খবরের শিরোনাম। কয়েকদিন আগে কার্তিক আরিয়ানের সঙ্গে ডেট করার ইচ্ছে প্রকাশ করে আলোচিনায় এসেছিলেন। এবার তিনি জানিয়েছেন সিনেমায় খোলামেলা দৃশ্য করতে বরুণ ধাওয়ানকে বেছে নেবেন। কারণ বরুণকে তার দারুণ হট লাগে।

সম্প্রতি একটি চ্যানেলের অনুষ্ঠানে যোগ দিয়ে নিজের ক্রাশ নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। তিনি বলেছেন, ‘আমার বহু ক্রাশ রয়েছে। তবে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে পারি শুধুমাত্র বরুণ ধাওয়ানকে পেলে।’

এরপর তাকে জিজ্ঞেস করা হয় ঈশান খট্টর ও কার্তিক আরিয়ান দুজনেই একসঙ্গে এক সময়ে ডেটে যেতে চাইলে কার সঙ্গে যেতে চান। ঈশানের জায়গায় কার্তিককেই বেছে নিয়েছেন নতুন নায়িকা অনন্যা।


নতুনসময়/এনএইচ