আঙ্কেল-আন্টির ভিডিও ভাইরাল

আসল নাম সঞ্জীব শ্রীবাস্তব হলেও নেট জগতে পরিচিত ‘ড্যান্সিং আঙ্কেল' হিসেবে। গত জুনে তিনি ড্যান্সিং সুপারস্টার গোবিন্দের গানে নেচে ভাইরাল হয়েছিলেন। এরপর নাচেন হৃতিক রোশানের গানে। সেই ভিডিওটিও ভাইরাল হয়ে ছড়িয়ে পরে।
এবার তিনি এক সময়ের সেনসেশন মিঠুন চক্রবর্তীর গানে নাচলেন। সঞ্জীব মিঠুন ও মান্দাকিনির ‘জিতে হ্যায় শান সে’ ছবির ‘জুলি জুলি’ গানে নাচেন। এ ছবিতে সঞ্জয় দত্ত ও গোবিন্দও ছিলেন।
এবারের ভিডিওটিতে ড্যান্সিং আঙ্কেলের মুভগুলো ব্যাপক সাড়া ফেলেছে। গত ২৩ আগস্ট ইউটিউবে সঞ্জীবের চ্যানেলে প্রকাশিত এ ভিডিওটি এরই মধ্যে ৫ লাখেরও বেশি বার দেখা হয়েছে। লাইক পড়েছে ১ লাখ ৩৬ হাজারেরও বেশি। কমেন্ট প্রায় সাত হাজার।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
আইএমটি