ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সমুদ্রমানবকে বাঁচাতে প্রভার আকুতি!


৫ জুন ২০১৯ ০৩:৪৬

সৈকতে প্রতিদিনই একটা লাশ ভেসে আসছে। স্থানীয় লোকজনের দাবি, বেওয়ারিশ প্রতিটি লাশই দেখতে একই রকম। একই মানুষ। তাকে রোজ দিনের আলোয় সৈকতে পড়ে থাকা ময়লা আবর্জনা গায়ে জড়িয়ে ঘুরে বেড়াতে দেখা যায়। তিনি নিজেকে দাবি করেন সমুদ্রমানব।

সৈকতে আলোড়ন পড়ে যায় তার অদ্ভুত কর্মকাণ্ডে। সমুদ্রে ঘুরতে যাওয়া প্রভা অনুসন্ধানে নামে, কে এই সমুদ্রমানব? এক সময় ‘সমুদ্র বাঁচাও’ প্লে কার্ড হাতে দেখা যায় তাকে।

এমন গল্প রুদ্র হকের। তারই চিত্রনাট্যে লিপি আইচ নির্মাণ করেছেন নাটক ‘সমুদ্রমানব’।

ঈদ উপলক্ষে নির্মিত নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জোভান ও প্রভা। কক্সবাজার সমুদ্র সৈকত ও আশপাশের পাহাড়ি অঞ্চলে চিত্রায়িত হয়েছে।

নাটকটিতে আরো অভিনয় করেছেন মাহবুব শাহিন, সেলিম রেজা, ফিরোজ, এক ঝাঁক শিশু ও বেশ কিছু পর্যটক।

টেলিহোম প্রযোজিত ‘সমুদ্রমানব’ দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৪৫ মিনিটে।


নতুনসময়/এনএইচ