ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


লেবানন প্রবাসী সুমনের গানে জনপ্রিয়তার ঝড়


১৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:২৫

সুমন ইসলাম জয় গীতিকার ও সুরকার। বি-বাড়িয়া কসবা থানা তালতলা গ্রামে জম্ম। বাবা মো. সওকত আলী, মা রানু বেগম। চার ভাই এক বোনের মধ্যে দ্বিতীয় ছেলে সুমন ইসলাম জয়। রিমন, সুমন ইসলাম জয়, সাহ পরান ও ছোট ভাই কণ্ঠশিল্পী আবির এবং বোন হালিমা আক্তার রিয়া।

সুমন ইসলাম জয়ের ছোটবেলা থেকে আশা ও স্বপ্ন ভালো গীতিকার সুরকার হবে। আজ সেই স্বপ্ন পূরণের পথে সুমন হাঁটছে। তার সার্বিক সহযোগিতায় প্রথম গান বাহির হয়েছে ঢাকা ২৪ মিউজিকেল ইউটিব চ্যানেল বাংলাদেশ ক্রিকেট টিম নিয়ে গান। সেই গানে কণ্ঠ দিয়েছে শিল্পী আবির ও জুয়েল। গানটি ঝড় তুলে ইউটিব ও ফেসবুকে মানুষের মন ছুঁয়েছে নেয়।

তারপর এসেছিল ঈদ মোবারক শিরোনামে আরো একটি গান। সেই গানের কথা ও সুরকার সুমন ইসলাম জয়। সিডি ভয়েস ইউটিব চ্যানেল থেকে আপলোড হয় গত রোজার ঈদের আগের দিন। ঈদের গানটি প্রবাসে খুবই জনপ্রিয়তা পেয়েছিল। সিডি ভয়েসের এমদাদ সুমনের সহযোগিতায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় তিন শিল্পী ওসমান সজিব, অরুন্ন আখন, আবির।

বাংলাদেশের ১৮ কোটি জনগণের মাঝে আগামীতে আরো ভাল গান উপহার দেয়ার প্রত্যয় নিয়ে সুমন ইসলাম জয় সবার নিকট দোয়া চেয়েছেন।