ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


নিজ স্ত্রীর সম্পর্কে একি বললেন শাহরুখ


১৩ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫২

বলিউড তারকা শাহরুখ খান ও গৌরী খানের একাধিকবার সংসার ভাঙার গুঞ্জন ছড়িয়েছে। তবে নানা প্রতিকূলতা জয় করে তাদের সংসার জীবন এগিয়ে চলেছে। দীর্ঘ ২৭ বছর জীবন কাটাচ্ছেন তারা।

সম্প্রতি সালমান খানের শো ‘দশ কা দম’-এ এসে সবার সামনে সংসার জীবনের নানা গল্প শুনিয়েছেন শাহরুখ। এই তারকা বলেন, জীবনে বহু ভুল করেছি, তবুও গৌরী হাত ছাড়েনি। আমি যতই খারাপ হয়ে যাই, যতই খারাপ কাজ করি, সেসব যদি কেউ সামলে নিতে পারে তা শুধুই গৌরী। আমি তো মনে করি গৌরীই আমার জীবনের সব কিছু সামলে নিয়েছে।

শাহরুখ বলেন, গৌরী আর আমার সম্পর্কের মধ্য দিয়েই আমার সন্তানরা বড় হয়ে উঠেছে। আর শেষ পর্যন্ত এটাই রয়ে গিয়েছে। আমরা বাবা-মা হয়েছি, আর এটাই সবকিছু বদলে দিয়েছে। সন্তানরাই এখন আমাদের সবকিছু, আমাদের জগত।

শাহরুখ আরও বলেন, আমি জীবনে যত ভুল করেছি সব সামলে নিয়েছে গৌরী। বলিউডে আমার এই ক্যারিয়ার তৈরির পেছনের সবচেয়ে বড় শক্তি ছিল গৌরী।
২০১১ সালে শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল বলিউড পাড়ায়। যদিও শাহরুখ বা প্রিয়াঙ্কা দুজনের কেউই বিষয়টি নিয়ে কথা বলেননি। তবে প্রিয়াঙ্কার জন্য শাহরুখ-গৌরীর সংসার ভাঙার মতো অবস্থাও তৈরি হয়েছিল।

আরআইএস