হঠাৎ এ কী দেখালেন পপি!

নতুন সিনেমার গল্প ‘কাটপিছ’ নিয়ে আসছে ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা পপির আর এমনটাই খবর দিলেন খবর দিলেন নির্মাতা বুলবুল বিশ্বাস।
সিনেমার নাম ‘কাটপিছ’। এতে অভিনয় করবেন চিত্রনায়িকা পপি।
নির্মাতা বুলবুল বিশ্বাস পপিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে নিজের ফেসবুকে লিখেছেন- ‘অপেক্ষার পালা শেষ। পপির জন্মদিনের উপহার নতুন ফিল্ম কাটপিছ-এর ফার্স্ট লুক।
এভাবেই আজীবন আমাদের এন্টারটেইনড করে যাবেন চিত্রনায়িকা। এর আগে শাকিব খান ও অপু বিশ্বাসকে নিয়ে ‘রাজনীতি’নামের একটি সিনেমা নির্মাণ করে প্রশংসিত হন বুলবুল বিশ্বাস। এরপর কিছুদিন বিরতি নিয়ে এবার নতুন সিনেমা নির্মাণের কথা জানালেন তিনি।
সম্প্রতি ‘কাটপিছ’এর প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। সেখানে বেশ আবেদনময়ী রূপে দেখা গেছে পপিকে। তবে নায়কের চেহারা স্পষ্ট করেননি নির্মাতা। সিনেমাটিতে পপির সঙ্গে কে জুটি হচ্ছেন সেই বিষয়টি এখনই খোলাসা করতে চাননি বুলবুল বিশ্বাস। শিগগিরই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে বলে জানান এই নির্মাতা।
আরআইএস