বিকিনির ছবি পোষ্ট দিয়ে সমালোচনার মুখে সারা খান

বাথরুমে বিকিনি পরে ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেই তীব্র সমালোচনার মুখে টেলি তারকা অভিনেত্রী সারা খান।
আবার বিতর্কের শিরোনামে টেলি কিছুদিন আগে বাথটাবে স্নানের দৃশ্য ভাইরাল হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু এবার বাথরুমে বিকিনি পরা ছবি আপলোড করে বিতর্কে সারা। আর এবারও তাঁকে সঙ্গ দিলেন তাঁর বোন।
আসলে ৬ অগস্ট জন্মদিন পালন করতেই দুবাই যাওয়া তাঁর আর সে সুবাদেই।দুবাইতে বোন আয়রার সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন সারা।
কিন্তু পরের দিনই পেটের অসুখে হাসপাতালে ভর্তি হন টেলি-তারকা। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে হোটেলের বাথরুমে গিয়ে বোনের সঙ্গে বিকিনি পরে ছবি তোলেন তিনি। সেই ছবিই পোস্ট করেন ইনস্টাগ্রামে।
এই ছবি পোস্ট করার পরেই ইনস্টাগ্রামে সমালোচনার শিকার হন সারা। অনেকে তাঁকে ‘যৌনকর্মী’ বলেও আক্রমণ করেন। অনেকে আবার বলেন, তিনি যেন দুবাই থেকে না ফেরেন। কিন্তু কোনও কিছুতে কান না দিয়ে আবার আর একটি বিকিনি পরা ভিডিওই ইনস্টাগ্রামে পোস্ট করেন সারা।
আরআইএস