ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


জীবনের শেষ ইচ্ছা জানালেন কনক চাঁপা


১১ সেপ্টেম্বর ২০১৮ ২১:৫৯

কনক চাঁপা

বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী কনক চাঁপা। অসংখ্য সুপারহিট গান গেয়ে এ দেশের সাধারণ মানুষের হৃদয়ে বাসা বেঁধেছেন তিনি। আজ (মঙ্গলবার) ১১ সেপ্টেম্বর জনপ্রিয় এ কণ্ঠশিল্পীর জন্মদিন। ১৯৬৯ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন তিনি। সেলিব্রেটিদের জন্মদিন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। কিন্তু কনক চাঁপা এখানে অনেক আলাদা। অন্যদের মত নিজের জন্মদিনে পালনে আগ্রহী নন তিনি।

এ বিষয়ে কনক চাঁপা বলেন, ‘প্রতিটি কর্মদিবসই আমার জন্মদিন। কাজের মাঝেই এবং কাজের জন্যই আমার জন্ম। আমি একজন আপাদমস্তক কন্ঠশ্রমিক। যে মহামানব হযরত মুহাম্মাদ সঃ এর জন্য এই পৃথিবীর জন্ম তাঁর জন্মদিন মৃত্যু দিবস পালন যেখানে নিয়ম নাই সেখানে আর কারো জন্মদিবস পালন অর্থহীন। যদিও সেপ্টেম্বর মাস এবং এগারো সংখ্যা আমার খুবই প্রিয়। হাজার হলেও আমি মানুষ, নিজেকে ভালবাসি, তাই হয়তো এর বাইরে যাওয়ার সাধ্য আমার নাই। তবে আমি কখনোই আমার জন্মদিন এবং মৃত্যু দিন পালন করা হোক এ আমি চাই না।’

জন্মদিনে নিজের জীবনের শেষ ইচ্ছার কথা জানালেন কনক চাঁপা। তিনি বলেন,‘মৃত্যুর পর শহীদ মিনারে যেতে চাইনা একদমই। এটাও আমার বড় ইচ্ছা, মসজিদের পাশে কবর চাই এটাও আরেকটি সুপ্ত ইচ্ছা।’

কনক চাঁপা আরও বলেন, এ বছর আমি উনপঞ্চাশ এ পা রাখবো। কর্মহীন দীর্ঘজীবন আমার খুবই অপছন্দ। জীবনের শেষ দিন পর্যন্ত কর্মক্ষম থাকতে চাই, সুরের সাথে ন্যায়ের সাথে ভালো কাজের সাথেই থাকতে চাই। আরো ভালো কিছু কাজ করতে চাই। এই আমার বড় ইচ্ছা।

জন্মদিন পালন নিয়ে তিনি আরো বলেন, সত্যিকার অর্থেই জন্মদিন এর প্রতি আলাদা কোন দুর্বলতা আমার নেই একথা দ্ব্যর্থহীন কন্ঠে বলতে চাই। আর আমি কোন সেলিব্রিটি বা তারকা নই যে আমার জন্ম তারিখ কাউকে মনে রাখতে হবে। বাংলাদেশের সাংস্কৃতিক জগতের উন্নতি করার জন্য আমি গান গাইনি, আমি গান গেয়েছি নিজের জীবিকার তাগিদে তাই দেশের মানুষের কাছে সুশীল সমাজের কাছে, সরকারের কাছে আমার কোনই চাওয়া নেই, আক্ষরিক অর্থেই এক ফোঁটাও চাওয়া পাওয়া নেই। জন্মদিন তো দুরের কথা।

প্রসঙ্গত, জনপ্রিয় কণ্ঠশিল্পীর বাবার নাম আজিজুল হক মোর্শেদ। পাঁচ ভাই বোনের মধ্যে সংখ্যায় তিন কনক চাঁপা। অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়ে তিনি বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন।

এমএ