মুনমুন ব্ল্যাকমেইলের শিকার হয়েছিলেন

‘অশ্লীল যুগে খুব বেশি সিনেমা করিনি আমি। অ্যাকশন হিরোইন হিসেবে আমার এক চেটিয়া মার্কেট ছিল। প্রচুর মারপিটের দৃশ্য থাকতো অ্যাকশন নির্ভর ছবিতে। যেহেতু অ্যাশকন ছবি এগুলোতে একটু খোলামেলা দৃশ্য অ্যাড করা হত। কিন্তু সেসব সিনেমায় আমার কোনো খোলামেলা দৃশ্য ছিল না। বাস্তবতা হলো অন্যসব নায়িকারা যে ড্রেস পরেছে আমিও তাই পরেছি। সিনেমা ইন্ডাস্ট্রিকে আমি খুব ভালোবাসি। আমার জন্য সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে যারা বলে, তারাই ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে।’ কথাগুলো বলছিলেন ঢাকাই সিনেমার এক সময়ের দাপুটে নায়িকা মুনমুন।
একটা টিভি অনুষ্ঠানে এসব বলছিলেন এই নায়িকা। মুনমুন বলেন, ‘আমাকে আমার সিনেমার পরিচালকরা ব্ল্যাকমেইল করেছে। এখন আর সেই পরিচালকদের নাম বলে লাভ নেই। তাদের নাম বললে আমার সম্মান ফিরে আসবে না! তারা এখন নেই। তাদের হাতে কাজও নেই। যারা বলে আমার জন্য সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস হয়েছে তারাই আসলে সিনেমা ইন্ডাস্ট্রি ধ্বংস করেছে। কারণ যারা সেলেবল আর্টিস্টের বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেয় তারা ফিল্মের কোনো ভালো করতে পারে না। কোন সিনেমায় আমি অশ্লীল ছিলাম তার প্রমাণ দিতে পারবেন না। অশ্লীল সিনেমায় তখন সবাই অভিনয় করেছে। কিন্তু অশ্লীল দৃশ্যে তো তারা অভিনয় করেনি।’
মুনমুন ২০০২ থেকে ২০০৬ সিনেমায় ছিলেন না। এই সময় সবচেয়ে বেশি অশ্লীল সিনেমা হয়েছে। এমনটাই দাবি করেছেন তিনি। ২০০৮ সালে অভিনয়ে ফিরে ‘বাংলার কিংকং’ ও ‘কুমারি মা’ নামে দুটি সিনেমা করে আবারও তিনি ফিরে যান। মাঝে অনেকদিন আলোচনার বাইরে থাকলেও তিনি আবারও সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই মধ্যে ‘দুই রাজ কন্যা’, ‘রাগি’, ‘তোলপাড়’, ‘পাগল প্রেমি ‘, ‘পদ্মার প্রেম’ এমন বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন।
এসময়ে বর্তমানের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গেও প্রায় ১৪টি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী। সেই সময়ের কথা মনে করে মুনমুন বলেন,‘আগের শাকিব ও এখনকার শাকিবের মধ্যে অনেক পার্থক্য। সেই সময়ই আমি শাকিব খানকে বলেছিলাম, তোমার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তুমি আরও সুন্দর হবা। একবার শাকিবের সঙ্গে দেখাও হয়েছিল, দেখি সে এই কথা এখনও মনে রেখেছে।’
মুনমুন ছিলেন শাকিব খানের প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ‘বিষে ভরা নাগীন’ এর নায়িকা। এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ১৪টি সিনেমায় কাজ করেছি। এগুলোর মধ্যে ‘নাগিন সিরিজি’র তিনটি ছবি ছিল সুপার বাম্পার হিট।’
এদিন, মুনমুন বলেন, ‘বাংলাদেশের একজন অন্যতম নায়ক শাকিব খান। এদেশের চলচ্চিত্রের ইতিহাসে শত বছর পরেও যদি কোনো তারকার নাম উঠে আসে, তবে শাকিব খানের নামই উঠে আসবে।'
উল্লেখ্য, বর্তমানে স্বামী সংসার ও অভিনয় দুই সামলাচ্ছেন এই নায়িকা। তার দুই ছেলে। একজনের বয়স ১১ ও অন্যজনের বয়স ৬। পরিবারের সঙ্গে অধিকাংশ সময় কাটাতেই বেশি পছন্দ করেন তিনি। ঘরে ঢুকলে নাকি আর ঘরে ছেড়ে বাইরে আসতে ইচ্ছে করে না তার।
আইএমটি