ঢাকা সোমবার, ২১শে এপ্রিল ২০২৫, ৯ই বৈশাখ ১৪৩২


সালমান খানের নতুন ভিডিও ভাইরাল


১০ সেপ্টেম্বর ২০১৮ ২২:১৮

বলিউড তারকা সালমান খানের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, ছোট বোনের ছেলে আহিল শর্মার সঙ্গে ছবি আঁকায় মজেছেন সালমান। সেই দৃশ্যটি ইনস্টগ্রামে শেয়ার করেছেন অর্পিতা শর্মা।

এতে দেখা যায়, ক্যানভাসের ওপর আহিলকে দাঁড় করিয়ে দেন তার মামা। হাত ও মুখভর্তি রং নিয়ে সারা শরীরে মেখে রঙ খেলায় মেতেছে আহিল। ভাগনেকে আনন্দ দেয়ার চেষ্টা করছেন সালমান। মামার সঙ্গে মধুর সময় কাটিয়ে ভীষণ আনন্দ পেয়েছে ছোট্ট আহিল।

সালমানের বোন অর্পিতা ক্যাপশনে লিখেছেন, ‘মামার সঙ্গে ক্যানভাসে আহিলের প্রথম চিত্রাংকন।’

এদিকে বলিউড সুপারস্টার ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘ভারত’ সিনেমা নিয়ে। ছবিটিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ। এরই মধ্যে সালমান-ক্যাটরিনার একটি স্থিরচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এই ছবিটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।

এসএ