ঢাকা বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫, ৪ঠা বৈশাখ ১৪৩২


এক নজরে শ্রীলেখা মিত্র


৩১ আগস্ট ২০১৮ ০০:০১

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ৪৩ বছর হয়ে গেলেও এখনও কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। নিজের ফিটনেস সম্পর্কে দারুণ সচেতন এই অভিনেত্রীকে দেখে বোঝার উপায় নেই তিনি এক সন্তানের জননী। আজকে আমাদের আয়োজন শ্রীলেখার অজানা যত তথ্য নিয়ে-

১) শ্রীলেখা জন্মগ্রহণ করেন ১৯৭১ সালের ৩০ আগস্ট।

২) ১৯৯৬ সালে ‌‌‌‌‌‌‌সেই রাত সিনেমায় অভিনয়ের মাধ্যমে রুপালী পর্দায় অভিষেক হয় শ্রীলেখার।

৩) শ্রীলেখার মোট সস্পদের পরিমান প্রায় ২ মিলিয়ন ডলার।

৪) বিবাহিত জীবনে তিনি তালাকপ্রাপ্ত। তার সাবেক স্বামীর নাম শিলাদিত্য স্যান্যল।

৫) জনপ্রিয় কমেডি শো মিরাক্কেল এর বিচারক হিসেবে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ২০০৬ সালে এই শোতে অভিষেক হয় শ্রীলেখার।

৬) প্রতি ছবির জন্য পারিশ্রমিক হিসেবে ১০-১৮ লাখ টাকা নেন তিনি।

কেআই