বাংলাদেশের ছবিতে ফিরছেন ইন্দ্রনীল

টালিগঞ্জের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্ত। ক্যারিয়ারে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে মন জয় করেছেন দর্শকদের। হিন্দি সিরিয়ালেও রয়েছে তার মুন্সীয়ানা।
রেদোয়ান রনি পরিচালিত ‘চোরাবালি’ সিনেমায় অভিনয় করেছিলেন ওপারের অভিনেতা ইন্দ্রনীল। এছাড়াও তিনি কাজ করেছেন শাকিব-অপুর সঙ্গে ‘সম্রাট’ ছবিতে। মাঝে বেশ কিছুটা সময় বিরতি নিয়ে আবারও ফিরছেন এ দেশের সিনেমায়। এবার চুক্তিবদ্ধ হয়েছেন ‘নন্দিনী’ নামে একটি সিনেমায়।
রোববার (৯ সেপ্টেম্বর) এ তথ্য সংবাদমাধ্যমকে নিশ্চিত করে ছবিটির নির্মাতা সোয়াইবুর রহমান রাসেল বলেন, শিগগিরই বাংলাদেশে আসবেন ইন্দ্রনীল। বাংলাদেশি লেখক পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হবে ছবিটি। এর গল্প ও সংলাপও লিখেছেন লেখক নিজে। তবে চিত্রনাট্য লিখেছেন তামজীদ রহমান।
আসছে ২০ সেপ্টেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। নয়নতারা লিমিটেডের ব্যানারে এই ছবিটি নির্মাণ হচ্ছে বলেও জানিয়েছেন পরিচালক। এ ছবিতে অন্যান্য শিল্পীদের মধ্যে রয়েছেন ইরেশ যাকের, নাজিরা মৌ, ফজলুর রহমান বাবু, মুনিরা ইউসুফসহ আরও অনেকেই।
এমএ