সঙ্গী বদলের গল্প (ভিডিও)

‘মিসম্যাচ’ শিরোনামে আসছে ওয়েব সিরিজ। যে গল্পে থাকছে ইঁদুরদৌড় এখন সর্বত্র। সম্পর্কও তার ব্যতিক্রম নয়। সময়ের অভাবে সেখানেও তাড়াহুড়ো। ফলে সঠিক সঙ্গী পাওয়া খুব দুসকর ব্যাপার।
প্রেম হয়, বিয়ে হয়। তারপর দেখা যায় সঙ্গী একেবারে উলটো। একজন উত্তর মেরু তো অন্যজন দক্ষিণ। কিচ্ছুটি ম্যাচ করে না। তাও না হয় সইয়ে নেওয়া গেল। কিন্তু বিছানাতেও যদি মত না মেলে। স্ত্রী লজ্জাবতী লতা। স্বামীর সামনে পোশাক পালটাতেও তার লজ্জা। স্ত্রীর এমন কাজকর্মে পতিদেবতার প্রাণ ওষ্ঠাগত। এইসব নিয়েই ১৫ সেপ্টেম্বর থেকে হইচই অ্যাপে দেখা যাবে ওয়েব সিরিজটি।
‘মিসম্যাচ’ ওয়েব সিরিজের পরিচালনা করেছেন সৌমিক চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন, রাজদীপ গুপ্ত, ব়্যাচেল হোয়াইট, মৈনাক বন্দ্যোপাধ্যায়, সুপর্ণা মালাকার প্রমুখ।
আরআইএস