শিল্পী আসিফের টাকা আয়ের ২৭২টি প্লাটফর্ম

গানের যুবরাজ জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবর গানের পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতে শিল্পীদের রয়েলিটি আন্দোলন করায় জেলেও যেতে হয়েছে তাকে। তবুও থমকে জাননি এই তারকা।
আসিফ জানান, ‘শিল্পীদের রয়েলিটি নিয়ে আমিই প্রথম আন্দোলন শুরু করেছিলাম। আমি দীর্ঘদিন গান থেকে নিজেকে দূরে রেখেছিলাম। অবশেষে সেই আমি আন্দোলনে কিছুটা হলেও সফল হতে পেরেছি।
বর্তমানে শিল্পীরা ইউটিউবের প্রতি বেশি মনোযোগী হয়েছেন। কিন্তু বিশ্বজুড়ে ইউটিউবের মতো আরও অনেক প্লাটফর্ম আছে যেখান থেকে গানের জন্য ভালো আয় হয়। সেসব প্লাটফর্মের দিকে সকল শিল্পীকে নজর দেয়ার আহ্বান জানান এই যুবরাজ।
এখন কপিরাইট আইন মেনে কাজ চলছে। যদিও আন্দোলনের জন্য আমাকে জেলেও যেতে হয়েছে। ভবিষ্যতে দরকার হলে আবারও জেলে যাবো। আমি যখন থাকবো না তখন হয়তো মানুষ আমাকে স্মরণ করবে।’
তিনি বলেন, ‘পৃথিবীতে ২৭২টি প্লাটফর্ম আছে যারা গানের জন্য টাকা দেয়। এরমধ্যে ইউটিউব খুবই সস্তা একটি মাধ্যম যারা খুব কম অর্থ দেয়। কিন্তু আমরা ইউটিউব নিয়েই সবচেয়ে বেশি মাতামাতি করি। সময় এসেছে গানের অন্যান্য মাধ্যমগুলোর দিকে নজর দেয়ার। যার মাধ্যমে বাংলা গানকে বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়া যাবে। পাশাপাশি সঙ্গীতের সঙ্গে জড়িতরা একটা ভালো অর্থ আয় করতে পারবেন সেখান থেকে।’
নতুন শিল্পীদের সঙ্গে কাজের ব্যাপারে আসিফ আকবর বলেন, ‘একটা সময় বড় শিল্পীরা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। তখন আমিও হিট। আমার অ্যালবামও হিট ছিল। তখন সিদ্ধান্ত নিলাম আমি নিজেই তো বড় (হাসি), আমার তো অন্যদের সঙ্গে কাজ করতে সমস্যা নেই। এরপর থেকেই যারা নতুন, ভালো গান গায়, তাদের সঙ্গে অ্যালবাম করা শুরু করি। প্রতিভাকে আপনি আটকে রাখতে পারবেন না। প্রতিভা একটা সময় বিকশিত হবেই। তবে সেই সুযোগ বড়দেরই করে দিতে হবে।’
আরআইএস