ঢাকা শনিবার, ২৭শে এপ্রিল ২০২৪, ১৪ই বৈশাখ ১৪৩১


গানের নাম ‘আজম খান’ (ভিডিও)


২ মার্চ ২০১৯ ০১:৫৫

গানের নাম ‘আজম খান’

‘আমি আমার মনে মনে গাইছি একটা গান/আমি জানি এই গানটা শুনছেন আজম খান/আমার গানে আজম খানের হাত ধরে দাঁড়ান/জিম মরিসন পিট সিগারের সঙ্গে বব ডিলান’- এমন কথায় ‘আজম খান’ শিরোনামে গান করেছেন তরুণ প্রজন্মের সংগীতশিল্পী সৌর।

কিংবদন্তি পপসম্রাট আজম খানের অনুসারীর সংখ্যা অগণিত। তাদেরই একজন সৌর। ‘গুরু’র জন্মবার্ষিকী (২৮ ফেব্রুয়ারি) ‍উপলক্ষে প্রকাশ পেয়েছে তার গাওয়া গানটির মিউজিক ভিডিও।

প্রয়াত আজম খানকে উৎসর্গ করে গানটি লিখেছেন ধ্রুব এষ। এতে সুর ও কণ্ঠ দিয়েছেন সৌর। ২৭ ফেব্রুয়ারি থেকে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে উপভোগ করা যাচ্ছে গানটি। একই সঙ্গে গানটি থাকছে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, এয়ারটেল স্ক্রিন ও টেলিফ্লিক্সে। গানটির অডিও শোনা যাবে ২৪৬৪৬ নম্বরে ডায়াল করে।

‘আজম খান’ গানটি প্রসঙ্গে সৌর বলেন, ‘আমাদের আদর্শ শিল্পী সর্বজন-শ্রদ্ধেয় আজম খান। তার প্রশংসা করে শেষ করা যাবে না। দেশ ও গানের জন্য তার ত্যাগ অপরিসীম। গুরুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি প্রকাশ করেছি।’

‘আজম খান’ গানের মিউজিক ভিডিও দেখতে ক্লিক করুন-