ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


সানি লিওনের পর ‘বিগ বস’ এ নতুন বোমা


৯ সেপ্টেম্বর ২০১৮ ১৫:৪৩

প্রথমে মাথায় যে নামটি সবার নাড়া দেয় ‘বিগ বস’। সিজন যত বাড়তে থাকে বিতর্ক সমান গতিতে এগিয়ে চলে।   
 
গোঁদের ওপর বিশফোঁড়া। প্রত্যেক সিজনে রীতি মেনে তো কিছু না কিছু চমক থাকছেই।বিগত কয়েকটা সিজন থেকে আবার চালু হয়েছে সেলিব্রটিদের সঙ্গে আমজনতা ‘বিগ বস’ হাউসে একসঙ্গে বসবাস। তাই ট্রেন্ড বজায় রাখতে এবছরেও থাকছে জোরির জলবা। এই মরশুমে বিগ বসের ঘরে জুটিতে প্রবেশ করবেন অংশগ্রহণকারীরা।
 
সম্প্রতি সামনে এসেছে এই ‘বিগ বস সিজন ১২’-এর টিজার। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ‘বিগ বস’ সিজন ১২ তে এন্ট্রি নেবেন ১২ জন প্রতিযোগী।  
 
বলিপাড়ার গুঞ্জন, সাধারণ মানুষ বা সেলিব্রিটি ছাড়াও থাকবেন স্ট্রিপার, যৌনকর্মী, শাশুড়-বৌমা জুটি, বিতর্কিত সাংবাদিক, তান্ত্রিক, মাদকাসক্তরাও।  
 
টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাক্কড়ের পারিশ্রমিক ১৪-১৬ লাখ প্রতি সপ্তাহে। যা হিনা খানের পারিশ্রমিকের চেয়ে দ্বিগুণ। তবে এসবের মাঝেও শিরোনামে রয়েছেন সলমন খান। জানা যায়, প্রতি সপ্তাহে সলমন উইকেন্ড কা ওয়ারের জন্য নেবেন ১৪ কোটি টাকা।  
 
আরআইএস