প্রিয়াঙ্কাকে যে নামে ডাকেন নিক

বলিউডে এখন কোন যুগলের নাম সবচেয়ে উচ্চারিত হয়? সবাই একবাক্যে বলবেন প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস। গ্ল্যামার-জগতের এ দুই তারকা প্রতিদিনই খবরের শিরোনাম হচ্ছেন। চিত্রসাংবাদিকদের সামনে তাঁরা হাসিমুখে ছবি দেন। ভক্তরাও তাঁদের যুগলবন্দি দেখার অপেক্ষায় থাকেন। গত মাসে তাঁরা মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন। নিক জানালেন, প্রিয়াঙ্কাকে কী নামে ডাকলে খুশি হন তিনি।
সম্প্রতি প্রিয়াঙ্কা-নিক একটি ফ্যাশন শোতে গিয়েছিলেন। সেখানে জানালেন প্রিয়াঙ্কার পছন্দের ডাকনাম। অবশ্য নিকেরও এই নাম পছন্দের। নিককে জিজ্ঞেস করা হয়, তাঁদের কী নামে ডাকা যেতে পারে বা সেলিব্রেটি নিকনেম কী হতে পারে? সাথে সাথেই প্রিয়াঙ্কার হবু বর উত্তর দেন, ‘প্রিক’। আর এ নামটি প্রিয়াঙ্কার খুবই পছন্দের।
সিনে ম্যাগাজিন হলিউড রিপোর্টারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে, সংগীতশিল্পী নিক জোনাস জানিয়েছেন, তাদের বাগদান দুই পরিবারের সম্মতিতেই হয়েছে। ‘ওই অনুষ্ঠান শেষে আমরা অনেক আনন্দ নিয়ে ফিরেছি। যদিও ওই অনুষ্ঠান যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে হলে অন্যরকম হতো, তবু ঘরোয়া অনুষ্ঠান অনেক আনন্দের ছিল, আর তাতে সন্তুষ্ট প্রিয়াঙ্কার হবু স্বামী নিক জোনাস।
এসএ