প্রথমবারের মতো শাকিব-ফারিয়া জুটি

দুই বাংলার সুপারস্টার শাকিব খান অভিনীত ‘শাহেন শাহ’ নামের একটি সিনেমায় প্রথমবারের মতো নায়িকা নুসরাত ফারিয়াকে নিয়ে জুটি বেঁধেছেন।
তবে হ্যা নুসরাত ফারিয়াকে ছাড়াও এই ছিনেমায় দেখা যাবে আরও এক নায়িকাকে। কে হচ্ছেন এই নায়িকা জানা যাবে আগামী ৩ সেপ্টেম্বর ছবির মহরতে।
প্রযোজনায় প্রতিষ্ঠানের শাপলা মিডিয়ার ব্যানারেই আসছে ‘শাহেন শাহ’ সিনেমাটি। ছবিটির পরিচালনা করবেন শামীম আহমেদ রনি।
ঈদুল আজহায় শাকিব খান অভিনীত শাপলা মিডিয়ার ব্যানারে ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি মুক্তি পেয়েছে। ওয়াজেদ আলী সুমন পরিচালিত এই সিনেমায় বিপরীতে অভিনয় করেছেন বুবলী।