ঢাকা রবিবার, ২০শে এপ্রিল ২০২৫, ৮ই বৈশাখ ১৪৩২


যে কারণে ‘সালমানকে না’ বলে দেয় প্রিয়াঙ্কা!


৭ সেপ্টেম্বর ২০১৮ ২৩:০৫

দীর্ঘ সময় পর ভারত সিনেমা দিয়ে সালমান-প্রিয়াঙ্কা রসায়নও হতে গিয়েও হলো না। সালমানকে না বলে দিয়েছেন সাবেক এ বিশ্বসুন্দরী। কিন্তু কেন?

সম্প্রতি সালমান জানিয়েছেন, এই ছবিতে কাজের সুযোগ পেতে তার ছোট বোন অর্পিতা খানকে হাজার বার কল করেছিলেন প্রিয়াঙ্কা। কিন্তু এরপরও শেষ মিনিটে এসে ছবিটি কেন প্রিয়াঙ্কা ছেড়ে দিয়েছেন সে ব্যাপার এখনো নিশ্চিত হতে পারেননি তিনি।

সালমান বলেন, প্রিয়াঙ্কাকে বলেছি তোমার বাগদান হচ্ছে। কী দরকার ছবিটা ছেড়ে দেয়ার। সে বলল বিয়ে করতে হবে। তার উত্তরে আমি বলেছি, তো বিয়ে করে ফেল। ছবিতে প্রিয়াঙ্কার ৭৫-৮০ দিনের শিডিউল ছিল। বিয়ের জন্য চার দিনের প্রস্তুতি, চার দিন ধরে বিয়ের অনুষ্ঠান; সব আট দিনের মধ্যেই হয়ে যেত, এরপর হানিমুন। তাই আমরা বলেছি আমরা মানিয়ে নেব। কিন্তু সে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে ছবিটা সে আর করছে না।

এসএ