বিভিন্ন টিভি চ্যানেলে ঈদের বিশেষ আয়োজন

ঈদের সময় দর্শকদের বাড়তি আনন্দ দিতে বাহারি আয়োজন করে বিটিভিসহ স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো। বরাবরের মতো এবারের ঈদেও অনুষ্ঠানের পসরা সাজিয়ে বসেছে তারা। টিভি চ্যানেলের বিশেষ আয়োজনের কয়েকটি স্থিরচিত্র ও অনুষ্ঠান সূচি নিয়ে যুগান্তরের বিশেষ ফিচার ‘ঈদ আনন্দ আয়োজন’ সাজানো হয়েছে।
এটিএন বাংলা
এটিএন বাংলায় ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা রাজকুমার। হিমেল আশরাফের পরিচালনায় এ সিনেমায় অভিনয় করেছেন চিত্রনায়ক শাকিব খান ও আমেরিকান অভিনেত্রী কোর্টনি কফি।
বিটিভি
প্রতি বছরের মতো এবারও ঈদ আনন্দের সঙ্গে দর্শকদের জন্য বাড়তি আনন্দ নিয়ে আসছে হানিফ সংকেতের ‘ইত্যাদি’। ঈদ এলেই সব শ্রেণিপেশার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন তাদের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি দেখার জন্য। এবার অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর ব্লু স্কাই গার্ডেনসংলগ্ন একটি দৃষ্টিনন্দন স্থানে। অনুষ্ঠানটি বিটিভিতে প্রচার হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর।
চ্যানেল আই
চ্যানেল আইতে ঈদের দিন সকাল ১০টা ১৫ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘কিল হিম’। মো. ইকবালের পরিচালনায় নির্মিত এ সিনেমায় অভিনয় করেছেন অনন্ত জলিল ও বর্ষা।
এনটিভি
এনটিভিতে ঈদের দিন রাত ১১টা ৫ মিনিটে প্রচার হবে একক নাটক ‘নসিব’। ...... পরিচালনায় এতে অভিনয় করেছেন জান্নাতুন সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর।
আরটিভি
আরটিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় প্রচার হবে একক নাটক ‘মিস্টার অভাগা’। রাকেশ বসুর পরিচালনায় নির্মিত এ নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, কেয়া পায়েল প্রমুখ।
বৈশাখী টিভি
বৈশাখী টিভিতে ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘শাশুড়ির বিয়ে’। মাহমুদ হাসান রানার পরিচালনায় এতে অভিনয় করেছেন শমী আখম হাসান, মিহি প্রমুখ।
বাংলাভিশন
বাংলাভিশনে ঈদের দিন রাত ১১টা ৪০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘লস্ট ইন লাভ’। তৌফিকুল ইমলামের পরিচালনায় এতে অভিনয় করেছেন মুশফিক ফারহান ও আইশা খান।
নাগরিক টিভি
নাগরিক টিভিতে ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে বাংলা সিনেমা ‘লোকাল’। সাইফ চন্দনের পরিচালনায় এতে অভিনয় করেছেন আদর আজাদ ও শবনম বুবলী।
দীপ্ত টিভি
দীপ্ত টিভিতে ঈদের দিন রাত ১১টা ১০ মিনিটে প্রচার হবে একক নাটক ‘শহরের যত রঙ’। সৈয়দ শাকিলের পরিচালনায় এতে অভিনয় করেছেন খায়রুল বাসার ও তানজিম সাইয়ারা তটিনী।
দুরন্ত টিভি
দুরন্ত টিভিতে ঈদের দ্বিতীয় দিন বিকাল ৩টায় প্রিমিয়ার হবে বাংলায় ডাবিংকৃত শিশুতোষ সিনেমা ‘কিং লরিন’। অদক্ষ এক রাজকুমারের যোগ্য হয়ে উঠার গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি।
মাছরাঙা টিভি
মাছরাঙা টিভিতে ঈদের দিন রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘মন দিওয়ানা’। হাসিব হোসাইন রাখির পরিচালনায় এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তটিনী।