কটাক্ষের মাঝে ইব্রাহিম ও খুশির পাশে দাঁড়ালেন সোনু সুদ

পতৌদি পরিবারের বংশধর নবাব সাইফ আলি খানের পুত্র বলি অভিনেতা ইব্রাহিম আলি খান ও অভিনেত্রী শ্রীদেবীকন্যা খুশি কাপুরকে নিয়ে সামাজিক মাধ্যমে কটাক্ষের ঝড়। সম্প্রতি ‘নাদানিয়া’ সিনেমা মুক্তির পর দুই তারকাসন্তানের অভিনয় দক্ষতা প্রশ্নের মুখে। সাইফ আলি খানের বড় ছেলে ও শ্রীদেবীর ছোট মেয়ে সদ্য পা রেখেছেন বলি ইন্ডাস্ট্রিতে। প্রথম ধাপেই মুখ থুবড়ে পড়েছেন কার্যত। সমালোচনা ধেয়ে আসছে ক্রমাগত। এ পরিস্থিতিতে নতুনদের পাশে দাঁড়ালেন বর্ষীয়ান অভিনেতা সোনু সুদ।
ফিল্মি দুনিয়ায় যারা আত্মপ্রকাশ করছেন, অর্থাৎ যারা নতুন, তাদের প্রতি স্নেহশীল থাকার পরামর্শ দিলেন বলি অভিনেতা সোনু সুদ। গতকাল শনিবার নিজের এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) অভিনেতা লিখেছেন— শুরু থেকেই কেউ নিখুঁত হয় না। অভিজ্ঞতার সঙ্গে সঙ্গেই শেখে সবাই। আর মাত্র কয়েকজন দ্বিতীয় সুযোগ পায়।
শুধু বিনোদন দুনিয়া নয়, যে কোনো ক্ষেত্রেই এই একই বিষয় প্রযোজ্য বলে জানিয়েছেন তিনি। সোনু সুদ আরও লিখেছেন— যে কোনো ক্ষেত্রে একটা ভালো বা খারাপ পারফরম্যান্সের দায়িত্ব সবার, প্রত্যেক টেকনিশিয়ানও যুক্ত সেখানে। আমরা প্রত্যেকেই শিখতে থাকি। আসুন আমরা তাদের সমর্থন করি এবং উৎসাহ জোগাই। নাম উল্লেখ না করলেও ইব্রাহিম, খুশির পাশে দাঁড়িয়েছেন বলে নিশ্চিত অনুরাগীরা। তারাও সমর্থন জানিয়েছেন সোনুকে।