নোলক নিয়ে ফের শুটিং

শাকিব খান ও ববির অভিনীত ছবি নোলক নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মাঝপথে বদলে গেছে চলচ্চিত্রটির নির্মাতাও।
নোলক ছবিটির ভবিষ্যত পড়েছিল হুমকির মুখে। বিবাদের জল পরিচালক সমিতি পর্যন্ত গড়িয়ে যাওয়ায় শেষরক্ষা। তাই বেশ কিছুদিন বিরতির পর ফের শুরু হয়েছে এ ছবির দৃশ্যধারণের কাজ।
তবে এবার নির্মাতার চ্যায়ার রাশেদ রাহার বদলে নির্দেশনায় আছে ছবিটির অর্থদাতা শাকিব সনেট। সেদিন তার দেখানো ছকেই হয়ে গেল নোলকের শিরোনাম সংগীতের শুটিং।
আরআইএস