ঢাকা শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪, ৭ই বৈশাখ ১৪৩১


অভিষেক হাসপাতালে, হোম কোয়ারেন্টিনে ঐশ্বরিয়া-আরাধ্যা


১৪ জুলাই ২০২০ ০০:১৭

করোনাভাইরাসে নাকাল সারা বিশ্ব। সাধারণ জনগণ থেকে শুরু করে তারকা, কাউকে সমীহ করছে না দীর্ঘদিন ধরে তাণ্ডব চালাতে থাকা ভাইরাসটি। ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনসহ তাঁর পরিবারের একাধিক সদস্য আক্রান্ত হয়েছেন করোনায়। করোনা টেস্টে পজিটিভ ফল আসার পর দ্রুত অমিতাভ ও তাঁর সন্তান অভিষেক বচ্চনকে মুম্বাইয়ের ননবতী হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদনে জানা যায়, হাসপাতালে ভর্তি থাকা না থাকা নিয়ে ‘ব্রিথ টু’ অভিনেতা অভিষেক পুরো বিষয়টিই স্পষ্ট করেছেন।

হাসপাতাল ছাড়ার বিষয়টি অস্বীকার করে অভিষেক বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লেখেন, ‘চিকিৎসকেরা অন্য কোনো সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত আমি ও আমার বাবা হাসপাতালে রয়েছি। দয়া করে সবাই সতর্ক ও নিরাপদে থাকুন। সব নিয়ম অনুসরণ করুন।’

আরেক টুইটে অভিষেক জানান, তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও কন্যা আরাধ্যা বাড়িতে কোয়ারেন্টিনে থাকবেন। স্ত্রী ও কন্যার শারীরিক অবস্থা জানাতে গিয়ে অভিষেক লেখেন, ‘ঐশ্বরিয়া ও আরাধ্যার করোনা পরীক্ষায় পজিটিভ ফল এসেছে। তারা বাড়িতে সেলফ আইসোলেশনে থাকবে। বিএমসি তাদের অবস্থা সম্পর্কে আপডেট পেয়েছে ও প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আমার মাসহ পরিবারের বাকি সদস্যদের করোনা নেগেটিভ এসেছে। শুভেচ্ছা ও প্রার্থনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’

বার্তা সংস্থা পিটিআইকে আজ ননবতী হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের পরিচালক সামাদ আনসারি জানিয়েছেন, অমিতাভ ও অভিষেক উভয়েই স্থিতিশীল ও সুস্থ অনুভব করছেন। তিনি বলেন, ‘অমিতাভ ও অভিষেক দুজনেই স্থিতিশীল ও ভালো অনুভব করছেন। দুজনেই ভালোভাবে ঘুমিয়েছেন এবং নাশতা খেয়েছেন। তাঁদের শারীরিক অবস্থা স্থিতিশীল।’

বিগ বি তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টে এক আবেগময় নোটে তাঁর প্রতি শুভকামনার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।